পরীমণি জন্মদিনের বিশেষ মুহূর্ত কাটালেন মালেশিয়ায়

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই ঘটা করে জন্মদিন উদযাপন করেন। তবে এবারের জন্মদিনের আয়োজন ছিল একটু ভিন্ন, তিনি দেশের বাইরে মালেশিয়ায় নিজের জন্মদিন উদযাপন করেছেন।

Parimani2

পরীমণি তার জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলোতে দেখা যায়, কেক হাতে ধরে মিষ্টি হাসিতে ভক্ত ও অনুরাগীদের সামনে হাজির হয়েছেন এই নায়িকা।

Parimani

ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।’ পাশাপাশি তিনি নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার ইমোজিও যোগ করেছেন।

Parimani5

পরীমণির এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, ‘হ্যাপি বার্থডে ডিয়ার পরী মনি।’ আরেকজন কমেন্ট করেছেন, ‘দোয়া করি আপনার আগামী দিনগুলো ভালো হোক, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।’

Parimani4

পরীমণির জন্মদিন উদযাপন এবারের মতো সামাজিক মাধ্যমে আবারও আলোচিত বিষয় হয়ে উঠেছে।