নিজের সিনেমা দেখতে চান না কোয়েল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক পর্দায় যিনি গ্ল্যামার ও আভিজাত্যের প্রতীক, কিন্তু বাস্তবে রয়ে গেছেন একদম সাদামাটা, বিনয়ী এক মানুষ। অনুরাগীদের কাছে তিনি ‘টালিকুইন’ নামে পরিচিত, আর এই ডাক শুনলেই লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার।

Koel Mallick3

তবে অবাক করা বিষয় হলো, পর্দায় নিজের অভিনীত সিনেমা মুক্তি পেলেও দ্বিতীয়বার তা দেখা পছন্দ করেন না কোয়েল। সম্প্রতি এক পডকাস্টে নিজের এই অভ্যাসের পেছনের কারণ জানিয়েছেন তিনি।

Koel Mallick5

কোয়েল বলেন, ‘নিজের ছবি বেশিবার দেখতে পারি না। দেখলেই আমার কেমন একটা লাগে। অনেকেই আছেন, যারা নিজের অভিনীত ছবি বারবার দেখতে পছন্দ করেন, টেলিভিশনে দেখালেও দেখেন। কিন্তু আমি খুব দরকার না হলে দেখি না।’

Koel Mallick4

তিনি আরও বলেন, ‘নিজের ছবি বারবার দেখলে আমার মধ্যে আত্মসমালোচনা শুরু হয়ে যায়। অনেক কিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি।’

Koel Mallick6

সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত ছবি ‘স্বার্থপর’, যা ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। টালিউডের তারকারাও ছবিটির প্রশংসায় পঞ্চমুখ। রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, দেব, জিৎ, নুসরতের মতো সহশিল্পীরাও সোশ্যাল মিডিয়ায় কোয়েলকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

Koel Mallick2

এই ভালোবাসায় কোয়েল সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘সবাই এতটা ভালোবাসা দিচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’