জন্মদিনে মুগ্ধতা ছড়ালেন মিম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন আজ (১০ নভেম্বর)। প্রতি বছরের মতো এবারও পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে দিনটি উদযাপন করছেন এই নায়িকা। তবে জন্মদিনের আগের দিনই ভিন্ন আবহে, ভিন্ন রূপে নিজেকে হাজির করেছেন তিনি।

শোনা যাচ্ছে, পারিবারিক আয়োজনে এবারের জন্মদিন উদযাপন করবেন এই নায়িকা। তবে মিমের আরও একটি পরিচয় রয়েছে, তাকে বলা হয় ভ্রমণকন্যা! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা।

Vidya Sinha Mim3

জন্মদিনের এমন আবহের মাঝেও থেমে নেই তার ঘোরাঘুরি। গত রোববার (৯ নভেম্বর) কিছু ছবি প্রকাশ করেন মিম। সেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে এক দুর্দান্ত সময় কাটছে তার। যদিও ছবিগুলো তার আগের দিনে তোলা বলে উল্লেখ করেছেন নায়িকা, জন্মদিনের দুদিন আগে কক্সবাজার ভ্রমণে ছিলেন নায়িকা।

Vidya Sinha Mim4

ফেসবুকে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি পোশাকে সমুদ্র, রোদ আর আকাশের মিশেলে এক অনন্য সৌন্দর্যে ধরা দিয়েছেন মিম। এ সময় সৈকতের হাওয়া আর সূর্যাস্তের আভায় তার নির্মল হাসি যেন সুখ ও শান্তির গল্প তুলে আনে।

Vidya Sinha Mim5

২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর মিম চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেন। এরপর দেড় যুগে ব্যস্ততা বেড়েছে চলচ্চিত্র, টিভি নাটক ও মডেলিংয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে সংসার জীবনও সামলাচ্ছেন। কর্মক্ষেত্রে তাকে নিয়ে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি, কারণ তিনি আদ্যোপান্ত কাজপ্রেমী একজন নায়িকা।

Vidya Sinha Mim

কিছুদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকলেও মডেলিং ও ভ্রমণের পাশাপাশি রিমার্ক-হারল্যান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এই নায়িকা। তবে মিমের সর্বশেষ আলোচিত ও সফল কাজ ছিল রায়হান রাফির ‘পরাণ’।