বলিউডে শতাব্দীর আশির দশকের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন অমিতাভ বচ্চন ও শ্রীদেবী। তারা একসঙ্গে যতবার পর্দায় এসেছেন, ততবারই অনুরাগীদের মুগ্ধ করেছেন। এই জুটির বেশির ভাগ সিনেমাই সুপারহিট।
সম্প্রতি শ্রীদেবীর জীবনীগ্রন্থে নতুন একটি তথ্য প্রকাশ্যে এসেছে। অমিতাভ নাকি শ্রীদেবীকে একবার গোলাপ পাঠিয়েছিলেন। একটা নয়, একটি ট্রাকভর্তি গোলাপ!
১৯৯২ সালে মুক্তি পায় অমিতাভ-শ্রীদেবী জুটির ছবি ‘খুদা গওয়াহ্’। এই ছবিতে নাকি শুরুতে অভিনয় করতে রাজি ছিলেন না শ্রীদেবী। কিন্তু অমিতাভ নাছোড়বান্দা। অভিনেত্রীকে রাজি করাতে এক ট্রাকভর্তি গোলাপ পাঠিয়েছিলেন অভিনেতা। কিন্তু তার পরেও তিনি রাজি হননি। উল্টো অমিতাভকে অন্য শর্ত দিয়েছিলেন শ্রীদেবী।
শ্রীদেবী জানান, তিনি এই ছবিতে অভিনয় করবেন। কিন্তু তাকে মা ও মেয়ে এই দ্বৈত চরিত্রেই অভিনয় করতে দিতে হবে। শেষে অমিতাভ ও ছবির পরিচালক মুকুল এস আনন্দ রাজি হন। কারণ, তারা বুঝতে পেরেছিলেন ছবিতে শ্রীদেবীর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তার ফলাফলও বক্স অফিসে পাওয়া গিয়েছিল। সে বছর বক্স অফিসের অন্যতম সফল ছবি হিসেবে উঠে আসে ‘খুদা গওয়াহ্’র নাম। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।