বলিউডের আলোচিত দম্পতিদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কিছুদিন আগে শোনা গিয়েছিল মা হতে চলেছেন এই অভিনেত্রী। সেই খবরেই সিলমোহর দিলেন রণবীর-দীপিকা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে এই খুশির খবর ভাগ করে নিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ এর সেপ্টেম্বরেই জন্মগ্রহণ করবে দীপিকা রণবীরের সন্তান। সকালে সন্তান আসার খবরে সিলমোহর দিয়ে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে রণবীর-দীপিকা। সেই ছবিতে দেখা গেছে, বাচ্চাদের জুতো, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন, ইত্যাদি।
তাদের এই পোস্ট করতে না করতেই শুভেচ্ছা বার্তায় কমেন্ট বক্স ভরে যায়। আয়ুষ্মান খুরানা, দর্শনা বণিকসহ একাধিক তারকারা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে। কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল লেখেন, ও বাবা। দারুণ খুশির খবর। খুব খুশি তোমাদের জন্য। রকুলপ্রীত সিং লেখেন, দারুণ খুশির খবর।
প্রসঙ্গত, ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এর আগে দীর্ঘ ৬ বছর তারা প্রেমের সম্পর্কে ছিল। পরে তারা পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন।