সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে অভিনেতা হিসেবে বহুবার টেলিভিশনে দেখা গেলেও প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্য রকম ছবি, যেখানে দেখা যায়, একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন।
কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা, ‘কে আসছে চরকিতে?’ এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্ট নিয়ে চলতে থাকে নানা গুঞ্জন।
অবশেষে জানা গেল খবর। আজ চরকির পক্ষ থেকে নিশ্চিত করা হয়, এটি প্ল্যাটফর্মটির নতুন ওয়েব সিরিজের দৃশ্য। পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
আরিফুর রহমানের পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ 'বাজি' নিয়ে আসছেন তিনি। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা জানা যায়নি। তবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গল্পটি গড়ে উঠেছে বলে জানা গেছে।
সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে।