অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেল আমির খানের পুত্র জুনাইদ খানের প্রথম ছবি 'মহারাজ'। শুক্রবার (২১ জুন) ছবিটি মুক্তি পায়। প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মসের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে ধন্যবাদ জানাল গুজরাট হাইকোর্টকে।
শুক্রবার (১৪ জুন) নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল ওয়েব ফিল্ম ‘মহারাজ’। কিন্তু আইনি জটিলতায় শেষ পর্যন্ত আটকে যায় সিনেমাটির মুক্তি। সিনেমাটি আটকে ছিল গুজরাট হাইকোর্টের স্থগিতাদেশে। অবশেষে সেই স্থগিতাদেশের নোটিশ উঠে গেছে।
১৮৬২ সালের মহারাজ লিবেল কেসকে কেন্দ্র করে তৈরি এই ছবিটি জনশৃঙ্খলায় ফাটল ধরাতে পারে, এমনকি এই সম্প্রদায়ের অনুসারীদের বিরুদ্ধে হিংসা উসকে দিতে পারে, এই আশঙ্কায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল সংগঠনটি।
আবেদনে উল্লেখ করা হয়েছিল, এই সিনেমায় ভগবান কৃষ্ণ ও তাকে নিয়ে থাকা ভক্তিমূলক গানের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য রয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে সিনেমাটির ট্রেলারসহ পর্যাপ্ত প্রচারণামূলক কাজ বেশি না করেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
‘মহারাজ’ সিনেমায় জুনায়েদকে সাংবাদিক ও সমাজসংস্কারক করসনদাস মুলজির চরিত্রে দেখা গেছে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর সবাই জুনায়েদকে প্রশংসা করছেন। আমির খানও তাই বেশ খুশি বলা চলে। এমনিতেই জুনায়েদ অন্য দশজন স্টারকিডের মতো অতটা পরিচিত নন। তার অভিনয় করা বায়োপিক সিনেমা কেউ দেখবে কিনা এমন শঙ্কাও ছিল। তবে এসব কিছুকে উপেক্ষা করে পর্দায় অনবদ্য এন্ট্রি নিয়েছেন জুনায়েদ খান এমনটাই মনে করা হচ্ছে। স্টার কিড হিসেবে নন, জুনায়েদ নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত অভিনেতা হয়ে উঠবেন বলেই মনে হচ্ছে।