হিন্দি ভার্সনে ‘কল্কি’ সিনেমাটি রেকর্ড রুপি আয় করেছে। ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক গড়েছে এ সিনেমাটি। এটি স্বল্প সময়ে আয়ের ক্ষত্রে নতুন ইতিহাস। এর আগে কোন সিনোম স্বল্প সময়ে এত আয় করতে পারেনি।
শুক্রবার (১২ জুলাই) হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
গত ২৭ জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে নাগ আশ্বিনের ডিস্টোপিয়ান সাই-ফাই ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসানসহ আরও অনেকে।
‘কল্কি’ তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। ছবিতে প্রভাসকে ভৈরব নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। দীপিকাকে ‘এসইউ-এম৮০’ ওরফে সুমতি নামের এক অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় অভিনয় করেছেন। অমিতাভ অশ্বত্থামার চরিত্রে ও কমল হাসানকে দেখা গেছে সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে।
ছবিটিতে আছেন বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এ ছাড়াও ম্রুণাল ঠাকুর, দুলকার সালমানসহ অনেক তারকাই এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন।