পাপারাজ্জিদের ওপর মেজাজ হারিয়ে অবশেষে ক্ষমা চাইলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্মাতা সিদ্ধার্থ আনন্দের স্ত্রীর জন্মদিন উপলক্ষে শহরের এক রেস্তোরাঁয় সাবাকে নিয়ে হাজির হন হৃতিক। তাদের একসঙ্গে দেখামাত্রই ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়েন পাপারাজ্জিরা। এ সময় সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পোজও দিয়েছেন এই অভিনেতা। কিন্তু সাবার প্রবেশ করতে অসুবিধা হওয়ায় চিৎকার করে ওঠেন হৃতিক। বাড়ি ফেরার পথে অবশ্য আলোকচিত্রীদের কাছে ক্ষমাও চেয়েছেন হৃতিক।
প্রসঙ্গত, হৃতিকের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠদান করেছেন তিনি। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নাকি তার হাতে কাজ কমে গিয়েছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে।