সততা সম্ভবত আজকের পৃথিবীর সেরা নীতি নয় : রাভিনা

সততা সম্ভবত আজকের পৃথিবীর সেরা নীতি নয়, আর এজন্যই আমি রাজনীতিতে যেতে পারিনি বলে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।

সম্প্রতি তার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এ অভিনেত্রী রাজনীতিতে প্রবেশ না করার কারণ ব্যাখ্যা করেছেন।

ভিডিওটি আবারও মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং তার দেওয়া বক্তব্যটি অনেকেই শেয়ার করছেন। রাভিনা বলেছেন, ‘যেদিন আমি রাজনীতিতে নামব, তখন কেউ খুব শিগগিরই আমাকে গুলি করবে। আমি সত্যকে মিথ্যাতে পরিণত করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমি যা অপছন্দ করি তা আমার মুখে পরিষ্কারভাবে প্রকাশ পায় এবং তারপর আমি তার বিরুদ্ধে লড়াই করি। সততা সম্ভবত আজকের পৃথিবীর সেরা নীতি নয়, আর এজন্যই আমি রাজনীতিতে যেতে পারিনি।’

রাভিনা জানান, একসময় তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে গুরুত্ব সহকারে চিন্তা করেছিলেন। তার ভাষ্যমতে, তিনি পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, এবং মুম্বাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক আসনের জন্য অফার পেয়েছিলেন, তবে তিনি সেগুলো প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, ‘এটা আমার জন্য খুব কঠিন হয়ে যেত। যদি আমি রাজনীতিতে যাই, আমার জন্য সেটা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠত, কারণ আমি কখনোই মিথ্যা বলব না এবং আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব।’

বলিউডে আত্মপ্রকাশের পর থেকে রাভিনা ট্যান্ডন বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ‘মোহরা’, ‘দিলওয়ালে’, ‘আতীশ’সহ আরও অনেক সুপারহিট ছবিতে তার অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছে।