দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ভারতের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান। এই মুহূর্তে বিষাদেই ডুবে রয়েছেন এই অস্কারজয়ী সুরকার।
এরই মাঝে ভক্তদের দিলেন সুসংবাদ। ‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে’ সংগীত-ফিচার ফিল্ম ও স্কোর-ইনডিপেনডেন্ট ফিল্ম ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন তিনি।
সুদীর্ঘ ক্যারিয়ারে এ আর রহমানের ঝুঁলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। এবার তার সফলতার মুকুটে আরো একটি পালক যুক্ত হল। ‘দ্য গোট লাইফ’ চলচ্চিত্রের পেরিয়োন গানের জন্য পেয়েছেন এ সম্মানসূচক পুরস্কার।
এই আনন্দের সংবাদটি এ আর রাহমান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। অ্যাওয়ার্ড গ্রহণের বেশ কিছু ছবি শেয়ার করে সংগীত পরিচালক লিখেছেন, ‘এ অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত।
এ সিনেমাটিকে জীবন্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পুরো ‘দ্য গোট লাইফ’ টিম এবং দশর্কদের ধন্যবাদ। তাদের ভালোবাসায় আমাদের কষ্ট সফল হয়েছে।’
গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা ‘দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তার চরিত্রের নাম নাজিব, ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চরায়। সিনেমাটি সত্যঘটনা অবলম্বনে নির্মাণ করেন ব্লেসি। সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ আয় করেছে।