লাইভ শো চলাকালে ভারতীয় গায়ক আটক 

পুলিশের হাতে আটক হয়েছেন ভারতের পাঞ্জাবি গায়ক হার্ডি সান্ধু। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে লাইভ শো চলাকালিন গায়ককে আটক করা হয়। অভিযোগ, আগে থেকে কোনো অনুমতি নেননি এবং এই শিল্পীর অনুষ্ঠানে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে। যদিও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চণ্ডীগড় সেক্টর ৩৪-এর এক ফ্যাশন শো-এ লাইভ গান গাইছিলেন হার্ডি। আগে থেকে কোনো পারমিশন নেয়া ছিল না। কোনো অনুমতি ছাড়া গান গাওয়ার কারণেই আটক করে পুলিশ। এছাড়া হার্ডির অনুষ্ঠানের মাঝে এমন কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে, যে কারণে অনুষ্ঠান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

আয়োজক সংস্থা শুধু ফ্যাশন শো-এর জন্য অনুমতি নিয়েছিল। কিন্তু অনুমতি পত্রে কোথাও হার্ডির পারফরম্যান্স করার কথা উল্লেখ ছিল না। হার্ডির রেকর্ডিং চালানো হবে বলা হয়েছিল। তবে হার্ডিকে আটক করার পরে টনক নড়ে আয়োজকদের। তড়িঘড়ি লাইভ পারফরম্যান্সের জন্য অনুমতি নেয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করে, তারপরেই ছেড়ে দেয়া হয় হার্ডিকে।

কপিল দেবের বায়োপিক '৮৩'-এর হাত ধরে বলিউডে অভিষক ঘটে হার্ডির। এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পাঞ্জাবি এই গায়ক। 'টাকিলা শট' হার্ডির প্রথম গান। কিন্তু তার দ্বিতীয় গান 'সোচ' জনপ্রিয়তা এনে দিয়েছিল তাকে। এর পর একে 'ব্যাকবোন', 'কেয়া বাত হ্যায়', 'বিজলি বিজলি'র মতো গান গেয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।