ভারতের গায়ক আদনান সামি সম্প্রতি কাশ্মীরে ২৬ জন পর্যটকের মৃত্যুর পর পাকিস্তান সেনাবাহিনী নিয়ে এক্সে একটি পোস্ট দিয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় এই গায়ক পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে দেশটির তরুণদের নেতিবাচক ভাবনার কথা এই পোস্টে তুলে ধরেছেন।
যেখানে তিনি কেন পাকিস্তান ছেড়ে ভারতে এসে নাগরিকত্ব নিয়েছেন সে বিষয়টিও উঠে এসেছে।
যুক্তরাজ্যে পাকিস্তানি বাবা এবং ভারতীয় মায়ের ঘরে জন্মগ্রহণকারী আদনান সামি ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব পান। এর আগে, ২০০১ সালে ভারতে বসবাস শুরু করেন।
সম্প্রতি কাশ্মীরে ২৬ জন পর্যটকের মৃত্যুর পর পাকিস্তান সেনাবাহিনী নিয়ে এক্সে একটি পোস্ট দিয়েছেন সামি। যেখানে আজারবাইজানের বাকুতে ভ্রমণের সময় পাকিস্তানি একদল তরুণের সঙ্গে তার কথোপকথনের বিষয়টি শেয়ার করেন সামি।
সামি লিখেছেন, ‘বাকুর সুন্দর রাস্তায় হাঁটার সময় একদল পাকিস্তানি তরুণের সঙ্গে দেখা হয়েছিল। তারা বলেছিল, ‘স্যার, আপনি খুব ভাগ্যবান। আপনি ভালো সময়ে পাকিস্তান ছেড়ে গেছেন। আমরাও আমাদের নাগরিকত্ব পরিবর্তন করতে চাই। আমরা আমাদের সেনাবাহিনীকে ঘৃণা করি। তারা আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে!’ আমি উত্তর দিয়েছিলাম, ‘আমি এটা অনেক আগেই জানতাম!’
এর আগে, কাশ্মীর হামলার পরও এই ঘটনার নিন্দা জানান সামি। যেখানে তিনি বলেন, এটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ।
সামির ওই পোস্টের পর পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ভারতকে খোঁচা দেন। যেখানে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া নিয়ে তিনি লিখেন, ‘আদনান সামির কী হবে এখন?’
যার পাল্টা জবাব দেন সামি। তিনি লিখেন, ‘এই অশিক্ষিত বোকাকে কে বলবে! আমার শিকড় পেশোয়ার থেকে, লাহোর থেকে নয়। আপনি তথ্যমন্ত্রী ছিলেন অথচ তথ্য সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই!’