বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যের বয়স ৩৭ বছর। সম্প্রতি তাদের সম্পর্কের ভাঙনের গুঞ্জন শোনা যায়।
তবে এসব কথায় অবশ্য গুরত্ব দিতে চান না সুনীতা। তার দাবি, গোবিন্দর সঙ্গে তার বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, আমি মনে করি না গোবিন্দ আমাকে কিংবা আমি ওকে ছাড়া বাঁচতে পারব। গোবিন্দা কোনো মূর্খ ব্যক্তি বা নারীর জন্য সংসার ছাড়বেন না।
সুনীতার কথায়, যারা বিচ্ছেদের কথা বলছেন, তাদের প্রশ্ন করুন সত্যি? যদি কারও সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দর মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সবাইকে জানাব।
১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দ ও সুনীতা। পরের বছরই ১৯৮৮ সালে তাদের ঘর আলো করে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাদের সংসারে ছেলে যশবর্ধন আসে।