প্রভাস অভিনীত ছবি ‘দ্য রাজা সাব’ চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে। মারুতি পরিচালিত হরর-কমেডি-রোমান্টিক ছবিটিতে প্রভাসের সঙ্গে আছেন নিধি আগারওয়াল ও মালবিকা মোহানান। সম্প্রতি প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও নিজের ছবি নির্বাচন ভাবনা ভাগাভাগি করেছেন তিনি।
‘দ্য রাজা সাব’ দিয়ে প্রথমবারের মতো তেলেগু ছবিতে অভিনয় করছেন মালবিকা। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘আমার চরিত্রটা খুব সুন্দরভাবে লিখেছেন পরিচালক মারুতি। আমাকে এই ছবির অংশ করায় নির্মাতাকে ধন্যবাদ জানাই।’
প্রভাসের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মালবিকা বলেন, ‘ছবির সেটে তার সঙ্গে প্রথম দেখা। সেটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। অন্য একটি ছবির শুটিং শেষে ক্লান্ত শরীরে তখন হায়দরাবাদে ফিরেছি। খুব একটা ঘুম হয়নি। কিন্তু প্রভাস স্যারকে দেখেই সব ক্লান্তি যেন উড়ে গেল। প্রথম দর্শনেই আমার কাছে মনে হলো দারুণ আকর্ষণীয়, প্রাণবন্ত ও বন্ধুবৎসল একজন মানুষ। অনেকক্ষণ গল্প করেছিলাম। তার কথাবার্তা খুব আন্তরিক।’
চিয়ান বিক্রমের বিপরীতে ‘তাঙ্গালান’ ছবিতে এর আগে মালবিকাকে দেখা গেছে। সেখানে একেবারে গ্ল্যামারহীন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ভবিষ্যতে আবার কি এমন চরিত্রে ফিরবেন, নাকি মসলাদার গ্ল্যামার-ঘরানার ছবিতেই মনোযোগী হবেন—এমন প্রশ্নে উত্তরে মালবিকা বলেন, দুটির মধ্যে ভারসাম্য রাখতে চাই। তাঙ্গালান ছবির মতো কাজ আমাকে শিল্পী হিসেবে চ্যালেঞ্জ করেছে। তবে এরপর নিজের ভিন্ন একটা দিক তুলে ধরতে চেয়েছি—নাচ, গ্ল্যামার, সুন্দর পোশাক। “দ্য রাজা সাব”–এ সেই সুযোগ পেয়েছি।