শুটিংয়ের সময় দুর্ঘটনায় মৃত্যু, ভিডিও ভাইরাল

দক্ষিণী ইন্ডাস্ট্রির বিখ্যাত স্টান্টম্যান মোহনরাজ ওরফে রাজু সিনেমার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন। পরিচালক পা রঞ্জিতের নতুন ছবি ‘ভেত্তুভম’-এর শুটিং চলাকালীন গাড়ি উল্টে মারা গেছেন তিনি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খোলা ময়দান। ক্যামেরা নিয়ে ছুটছে একটি গাড়ি। তার পেছনে রয়েছে একটি এসইউভি। এটি ড্রাইভ করছিলেন রাজু। কিছুটা পথ ছুটে চলার পর বিপরীত দিক থেকে ছুটে আসে আরেকটি গাড়ি।

তারপর রাজুর গাড়িটি র‌্যাম্পের ওপর দিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে শূন্যে গাড়িটি কয়েকবার ডিগবাজি খেয়ে দূরে গিয়ে পড়ে। পরে দেখা যায়, রাজুর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখান থেকেই রাজুকে টেনে বের করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজুর। কিন্তু ভাইরাল হওয়া সেই ভিডিও থেকে স্পষ্ট, দুর্ঘটনার ফলেই মৃত্যু হয়েছে তার। 

গাড়ির ভয়ঙ্কর সেই স্টান্টের ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেই ভিডিও দেখে অনেকেই আঁতকে উঠেছেন। 

এদিকে স্টান্টম্যান রাজুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দক্ষিণী অভিনেতা বিশাল। এক্সে (টুইটার) শোক জানিয়ে তিনি লিখেছেন, ‘এটা বিশ্বাস করা খুবই কঠিন। গাড়ি টপকে যাওয়ার দৃশ্য করতে গিয়ে স্টান্টম্যান রাজু মারা গেছেন। আমি রাজুকে অনেক বছর ধরে চিনি। তিনি আমার ছবিতেও অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করেছেন। খুবই সাহসী মানুষ ছিলেন তিনি।’

এসময় রাজুর পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন বিশাল।

পরিচালক পা রঞ্জিত এবং অভিনেতা আর্যর আসন্ন ছবি ‘ভেত্তুভম’-এর সেটে ঘটে যাওয়া এই দুর্ঘটনা দক্ষিণী ইন্ডাস্ট্রিকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। পর্দার আড়ালে জীবনের ঝুঁকি নিয়ে যেসব স্টান্টম্যান ঝাঁপিয়ে পড়েন শুটিংয়ে, তাদের জীবনের ঝুঁকির ভয়াবহ দিকটি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।