ভারতের লাদাখের লেহতে একটি বলিউড সিনেমার শুটিং চলাকালে খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে শুটিং ইউনিটের অন্তত ১০০ জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১৭ আগস্ট) রাতে। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, এটি স্পষ্টতই খাদ্যবিষক্রিয়ার ঘটনা।
অসুস্থদের সবাইকে দ্রুত এসএনএম হাসপাতালে ভর্তি করা হয়। তারা তীব্র পেটব্যথা, মাথাব্যথা ও বমির উপসর্গ নিয়ে ভর্তি হন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, আক্রান্ত সবাই বহিরাগত এবং লেহতে একটি বলিউড সিনেমার শুটিংয়ে যুক্ত ছিলেন। প্রায় ৬০০ জন ইউনিট সদস্য একসঙ্গে খাবার খেয়েছিলেন। এর মধ্যে প্রায় ১০০ জনের শরীরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
খাদ্যের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জরুরি পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের সব বিভাগ থেকে কর্মীদের একত্রিত করা হয় এবং অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশকে ডাকা হয়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের সবার অবস্থাই বর্তমানে স্থিতিশীল এবং বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। এদিকে এখনও শুটিং ইউনিটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সূত্র: এনডিটিভি