যশরাজ ফিল্মসের আলোচিত ছবি ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেই নজর কেড়েছেন নবাগত অভিনেতা আহান পাণ্ডে। তবে এই নামেই পরিচিত হলেও, অভিনেতার আসল নাম কিন্তু আহান নয়- তার আসল নাম ‘যশ’। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই তথ্য জানান তিনি।
আহান বলেন, ‘আমার আসল নাম যশ। যশরাজ ফিল্মসের সঙ্গে আমার নামের মিল রয়েছে- এই বিষয়টা অনেকটাই ‘ডেস্টিনি’র মতো মনে হয়। যেন আমার নামই ঠিক করে দিয়েছে আমি প্রথমে কোথায় কাজ করব।’
এই তরুণ অভিনেতা আরও জানান, যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার জন্য একেবারেই স্বপ্নপূরণের মতো। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রযোজনা সংস্থাটির প্রতি।
উল্লেখ্য, ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ছবিতে আহানের সাবলীল অভিনয়, সংলাপপ্রক্ষেপণ ও উপস্থিতি প্রশংসিত হয়েছে বলিউড অঙ্গনে। প্রথম ছবিতেই অভিনয় দক্ষতার ছাপ রেখে দিয়েছেন তিনি।
আহান ওরফে যশের এই স্বীকারোক্তি নতুন এক পরিচয় সামনে এনেছে। বলিউডে তার যাত্রা যে স্বপ্নময় হতে চলেছে, তা ‘সাইয়ারা’র সাফল্যই বলে দিচ্ছে।