প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই প্যারিস ফ্যাশন উইকে শেরওয়ানি পরে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন। লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন ঐশ্বরিয়া। তিনি মনীষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরে র‍্যাম্পে হাঁটেন, যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই

শেরওয়ানিটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন। এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ এবং পেছনে নবরত্ন হারের ঝলক। মনীষ মালহোত্রা বলেন, এই শেরওয়ানি আধুনিক ডিজাইনের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করে। কাফগুলো আংশিকভাবে বর্ম এবং আংশিকভাবে গয়না, যা শক্তি ও কোমলতার প্রতীক।

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই

শো-এর ব্যাকস্টেজে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সা আদিত্য মদিরাজুর। তিনি ঐশ্বরিয়াকে বলেন, আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালোবাস।

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই

ঐশ্বরিয়া এ কথা শুনে বলেন, ‘আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর… আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল।’ এরপর তিনি নিজের লিপস্টিক তুলে দিয়ে আদিত্যকে বলেন, ‘তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।’

Aishwarya Rai9

ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’-এ, যা বিশ্বজুড়ে প্রায় ৩৪৪.৬৩ কোটি আয় করেছে। তবে তার পরবর্তী প্রজেক্ট এখনো ঘোষণা করা হয়নি।