গুগল ও ইউটিউবের বিরুদ্ধে বচ্চন দম্পতির মামলা

বলিউডের বিখ্যাত অভিনেতা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ডিপফেক ভিডিওর কারণে ইউটিউব ও গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, তারা প্রায় ৪৫০,০০০ মার্কিন ডলার (প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি এ ধরনের ভিডিও প্রচার ও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও চেয়েছেন।

মামলায় শত শত লিঙ্ক ও স্ক্রিনশট জমা দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ইউটিউবে অভিষেক ও ঐশ্বর্যকে নিয়ে ভয়াবহ, যৌন উসকানিমূলক ও কাল্পনিক কনটেন্ট প্রচারিত হচ্ছে। তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকরভাবে ভিডিও বানানো হয়েছে বলে তাদের অভিযোগ।

RAY

আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, ইউটিউবে এমন ভিডিও পাওয়া গেছে যেখানে দেখানো হয়েছে, ‘অভিষেক বচ্চন হঠাৎ এক অভিনেত্রীকে চুম্বন করছেন’ আবার ‘ঐশ্বরিয়া ও সালমান খান একসঙ্গে ডিনারে গেছেন।‘ আবেদনকারীদের দাবি, এসব কনটেন্ট শুধু তাদের সুনাম ক্ষুণ্ন করছে না, বরং ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারকেও গুরুতরভাবে লঙ্ঘন করছে।

অভিষেক-ঐশ্বরিয়ার মতে, এ ধরনের পক্ষপাতদুষ্ট ও ভুয়া কনটেন্ট যদি এআই প্ল্যাটফর্মে প্রশিক্ষণের উপাদান হিসেবে ব্যবহৃত হয়, তবে ভবিষ্যতে এআই মডেলগুলো এসব মিথ্যা তথ্যকে পুনরুৎপাদন করে আরও ছড়িয়ে দিতে পারে।

RAY 2

গত মাসে দিল্লি হাইকোর্ট গুগলের আইনজীবীকে নির্দেশ দেয়, আগামী ১৫ জানুয়ারির পরবর্তী শুনানির আগে এ বিষয়ে লিখিত জবাব জমা দিতে হবে।

অভিনয়জীবনের দিক থেকে ঐশ্বরিয়া রাইয়ের সর্বশেষ ছবি ছিল মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’ (২০২৩)। নতুন কোনো প্রজেক্টের কথাও ঘোষণা করেননি তিনি। অন্যদিকে অভিষেক বচ্চনকে সর্বশেষ দেখা গেছে ‘কালীধর লাপাতা’ চলচ্চিত্রে। পরবর্তীতে তিনি শাহরুখ খান ও সুহানা খানের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে অভিনয় করবেন।