ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’এর আসরে এবার মেজাজ হারিয়ে আলোচনায় এসেছেন বলিউডের ভাইজান সালমান খান। এবারের ‘উইকএন্ড কা ভার’ পর্বেই এই ঘটনা ঘটেছে, যেখানে অভিনেত্রী ও প্রতিযোগী আশনূর কৌরকে কড়া ভাষায় তিরস্কার করেছেন ভাইজান।
হিন্দুস্তান টাইমস প্রচারে আসা নতুন প্রোমোতে দেখা গেছে, সালমান খানের মুখোমুখি হচ্ছেন আশনূর কৌর। তার আচরণ নিয়ে ক্ষুব্ধ সালমান বলেন, তুমি বিগ বসকে এমনভাবে আদেশ দিচ্ছো যেন উনি তোমার ‘বড় পাপা’। বলছো, ‘ফুটেজ এখনই দেখাও’? তুমি কে বলো তো। আর তুমি তো জানোই না ঘরের ভিতরে কী ঘটছে। যদি আমি সেই ফুটেজ দেখাই, তুমি নিজের ওপরই লজ্জা পাবে। এখন তোমাকে এমন অহংকারী লাগছে, যেন নিজের বাইরে কিছুই দেখতে পাচ্ছো না।
সালমানের এমন তীব্র মন্তব্যে আশনূর স্পষ্টতই হতভম্ব হয়ে যান। শুধু আশনূরই নন, এই পর্বে কড়া ভাষায় শুনতে হয়েছে অভিনেত্রী কুনিক্কা সদানন্দকেও। ক্যাপ্টেন্সি টাস্কে সংগীত পরিচালক আমাল মালিক ও অভিনেতা অভিষেক বাজাজের মধ্যে ঝগড়ার জন্য তিনিই দায়ী বলে মন্তব্য করেন সালমান। তিনি বলেন, কুনিক্কা, নিজের সম্মান তোমার নিজের হাতে। বারবার একই ভুল করছো। কিছুটা পরিপক্বতা ফিরিয়ে আনো।
সালমান খানের সঞ্চালনায় 'বিগ বস ১৯' এর এবারের থিম হলো ‘ঘরওয়ালো কি সরকার’। প্রচার শুরুর পর থেকেই এই আসর বেশ আলোচনায় রয়েছে এবং সালমানের সঞ্চালনা শোটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।