আরবাজ-সুরার সংসারে এলো নতুন সদস্য

বলিউডে আবারও খুশির হাওয়া! মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে জীবনের অধ্যায় শুরু করেছিলেন অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। গত বছর দ্বিতীয়বারের মতো সাতপাকে বাধা পড়েন সাংবাদিক ও লেখিকা সুরা খানের সঙ্গে। সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই এল আরেকটি দারুণ সংবাদ কন্যা সন্তানের বাবা হলেন আরবাজ।

রোববার (৫ অক্টোবর) মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন সুরা। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। খান পরিবারে নতুন অতিথির আগমনে স্বাভাবিকভাবেই খুশির বন্যা। ভক্তদের পাশাপাশি বলিউড তারকারাও দিচ্ছেন শুভেচ্ছা ও অভিনন্দন।

কিছুদিন আগেই ঈদের সময় অর্পিতা খানের বাড়িতে আয়োজিত পার্টিতে সুরার ‘বেবি বাম্প’ দেখে জোর গুঞ্জন শুরু হয়। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে স্পষ্ট ইঙ্গিত, বাবা হতে চলেছেন আরবাজ। যদিও সেই সময় বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিনেতা।

২০০২ সালে মালাইকার সঙ্গে আরবাজের ঘর আলো করে এসেছিল তাদের একমাত্র সন্তান আরহান খান। বর্তমানে তার বয়স ২১ বছর। ২০১৭ সালে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা-আরবাজ।

এদিকে ভাই সালমান খানের বিয়ের অপেক্ষায় রয়েছেন অনেকেই। আরবাজের পরিবারে যখন নতুন অতিথির আগমন ঘটেছে, তখন আবার নতুন করে আলোচনায় এসেছে ভাইজানের ব্যক্তিগত জীবন।