দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় ফিরছেন তামিল ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রায় দুই বছর নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন এই গ্ল্যামার কুইন।
জানা গেছে, সামান্থা অভিনয় করতে যাচ্ছেন একটি গ্যাংস্টারধর্মী নতুন তামিল ছবি ‘অরাসান’ এ। তার বিপরীতে থাকছেন তামিল সুপারস্টার সিম্বু (সিলাম্বরসান টি আর)। ছবিটির পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নির্মাতা ভেত্রীমারান।
তেলেগু ও তামিল গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে সামান্থা এই ছবির প্রাথমিক আলোচনায় রয়েছেন। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সবকিছু ঠিকঠাক চললে ‘অরাসান’ হবে সামান্থা ও সিম্বুর বহু প্রতীক্ষিত পুনর্মিলন। উল্লেখযোগ্যভাবে, এই জুটিকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০১০ সালের রোমান্টিক হিট ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’ ছবিতে।
সামান্থার তামিল সিনেমায় সর্বশেষ উপস্থিতি ছিল ২০২২ সালের ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’ ছবিতে, যেখানে তিনি অভিনয় করেন বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে। এরপর তাকে দেখা গেছে অ্যামাজন প্রাইম ভিডিওর অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’ তে, যেখানে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান। সিরিজটি তার অ্যাকশন দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা কুড়ায়।
পর্দার বাইরেও সামান্থা ছিলেন আলোচনার কেন্দ্রে। ২০১৭ সালে তিনি বিয়ে করেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে, তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকেই সামান্থা ব্যক্তিগত ও মানসিকভাবে কিছুটা বিরতি নেন অভিনয় জীবন থেকে। এরপর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে তারা কখনোই প্রকাশ্যে কিছু জানাননি।
দীর্ঘ বিরতির পর ‘অরাসান’ দিয়ে অভিনয়ে ফিরছেন সামান্থা এ খবরে দারুণ উচ্ছ্বসিত তার ভক্তরা। এ ছবির মাধ্যমে তিনি কেবল পর্দায় নয়, বরং তার অভিনয় ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
বর্তমানে সামান্থা ফিটনেস ট্রেনিং ও চরিত্রের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। ভক্তরা এখন অপেক্ষায়, কবে আসবে ছবির আনুষ্ঠানিক ঘোষণা এবং কবে আবার বড় পর্দায় দেখা যাবে তাদের প্রিয় অভিনেত্রীকে।