সালমান শাহ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য আবারও আলোচনায়। প্রায় তিন দশক পর তার মৃত্যু মামলায় নতুন মোড় এসেছে। অকাল প্রয়াত এই অভিনেতার মৃত্যু নিয়ে রহস্য নিরসনের লক্ষ্যে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

Salman Shah2

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, হত্যা মামলা হিসেবে বিষয়টি পুনরায় তদন্ত করতে হবে।

Salman Shah3

জানা গেছে, সালমান শাহর মৃত্যুর পর তার বুকের বাম পাশে কালো দাগ ছিল। এমনকি মল ও বীর্যও বের হয়েছিল। তার ঘরে সিরিঞ্জ, স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। তখন আত্মহত্যার প্ররোচনার মামলা হয়নি। পোস্ট মর্টেমে উল্লেখ ছিল আত্মহত্যা। আর সিবিআইয়ের তদন্তে গড়মিল ছিল।

Salman Shah4

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় জনপ্রিয় এই অভিনেতার। তখন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

Salman Shah5

তবে সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা দীর্ঘদিনের নিরবতা ভেঙে গতবছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ও (ইমন) মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগে তিনবার সুইসাইডের চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে জানা যাবে। ওখানে দুবারের রেকর্ড আছে। আরেক হাসপাতালে একবার আছে। তিনটাই আমার বিয়ের আগে। তিনটা ঘটনাই আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে করেছিল। আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে। আরেকবার ওর কিছু একটা হয়েছিল, সেটার জন্যও করেছিল।’ 

Salman Shah6

‎৯০ দশকের গোড়ার দিকে একের পর এক ব্যবসাসফল ছবি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। প্রায় চার বছরের অভিনয় জীবনে ২৭টি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। এরমধ্যে উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’, ‘এই ঘর এই সংসার’, ‘জীবন সংসার’, ‘অশ্রু দিয়ে লেখা’। সালমান শাহ-শাবনূর সিনেমাপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় জুটি। শাবনূর ছাড়াও সালমান শাহ স্ক্রিন শেয়ার করেছেন মৌসুমী, শাবনাজ, রোজিনার মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে।