সাইয়ারার পর এবার হরর সিনেমায় অনীত

চলতি বছরের সুপারহিট ছবি ‘সাইয়ারা’ এর মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর বলিউডে নতুন পথে হাঁটছেন অভিনেত্রী অনীত। এবার তিনি যোগ দিচ্ছেন ‘ম্যাডক হরর কমেডি ইউনিভার্স’ এর নতুন ছবি ‘শক্তিশালিনী’ তে।

Actress Anit

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন একই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি লিখেছেন, ‘তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তোমার এই সাফল্যে আমরা গর্বিত। একে একে সব স্বপ্নপূরণ হোক তোমার। শক্তিশালিনীতে তোমাকে দেখার জন্য মুখিয়ে আছি।’

Actress Anit2

প্রথমে শোনা গিয়েছিল, ছবিটিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। তবে সন্তান জন্মের পর বর্তমানে কাজ থেকে বিরতি নেওয়ায় তার জায়গায় অনীতকে নেওয়া হয়েছে বলে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। ‘শক্তিশালিনী’ মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে।

Actress Anit5

অভিনয়জীবনের শুরুতে অনীত বলিউডে অভিষেক করেন রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ ছবির মাধ্যমে। তবে দর্শকপ্রিয়তা ও পরিচিতি পান চলতি বছরের ব্লকবাস্টার ‘সাইয়ারা’ দিয়ে। আহান পাণ্ডের বিপরীতে রোমান্টিক-মিউজিক্যাল ঘরানার এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি রুপি আয় করে অনীতকে বলিউডের অন্যতম আলোচিত মুখে পরিণত করেছে।