মাধুরী দীক্ষিত এবার সিরিয়াল কিলার! 

বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে সাধারণত রোমান্টিক, গ্ল্যামারাস কিংবা মমতাময়ী চরিত্রে দেখে অভ্যস্ত দর্শকরা। তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে পর্দায় ফিরছেন তিনি। অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’ এর মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করছেন মাধুরী, যেখানে তাকে দেখা যাবে এক কুখ্যাত নারী সিরিয়াল কিলারের ভূমিকায়।

বুধবার (১৯ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির টিজার প্রকাশ করেন মাধুরী। মাত্র ২০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, ধীরে ধীরে গয়না-মেকআপ খুলে ফেলছেন তিনি। মুহূর্তেই দৃশ্য বদলে গিয়ে ধরা পড়ে এক ভয়ংকর রূপ। কারাগারের পোশাক, চোখে রহস্যময় দৃষ্টি, ঠোঁটে হালকা হাসি। টিজার থেকেই স্পষ্ট, এটিই হতে যাচ্ছে মাধুরীর অভিনয়জীবনের অন্যতম অন্ধকারাচ্ছন্ন চরিত্র।

টিজার প্রকাশের আগে একইদিন সকালে অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দেন। সেখানে নিজের জনপ্রিয় গান ‘এক দো তিন’, ‘ভোলি সি সুরত’–এর কথাগুলো নতুনভাবে সাজিয়ে ‘কামিং সুন’ ক্যাপশন যোগ করেন তিনি, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

নাগেশ কুকুনুর পরিচালিত সিরিজটি নির্মিত হয়েছে জনপ্রিয় ফরাসি থ্রিলার ‘লা মান্তে’ এর অফিসিয়াল রিমেক হিসেবে। মূল গল্পে এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার নিজের অনুকরণকারী খুনিকে ধরতে পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়, তবে শর্ত সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গেই কাজ করবে। এই অস্বস্তিকর সম্পর্কই গল্পে তৈরি করে মূল উত্তেজনা।

সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে মাধুরী বলেন, ‘ইচ্ছে করে আলাদা কিছু করতে চাইনি। চরিত্রটি নিজেই আমার কাছে এসেছে এবং আমি মনে করেছি এটি এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে।’

শেষবার মাধুরীকে দেখা গেছে গত বছরের ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া থ্রি’ তে। এ ছাড়া চলতি মাসে কানাডায় একটি কনসার্টে অংশ নিতে গিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। তবে সব বিতর্ক সরিয়ে এখন আলোচনায় তার এই নতুন ‘বিধ্বংসী’ রূপ।