পাপারাজ্জিদের ‘সাংবাদিক’ মানতে নারাজ জয়া বচ্চন

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন এবং পাপারাজ্জিদের মধ্যকার তিক্ত সম্পর্কের কথা কারো অজানা নয়। প্রায়ই রাস্তাঘাটে বা এয়ারপোর্টে আলোকচিত্রীদের ওপর রেগে যেতে দেখা যায় তাকে। এবার এক অনুষ্ঠানে পাপারাজ্জিদের পেশাদারিত্ব ও আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

জয়া সাফ জানিয়ে দিয়েছেন, মূলধারার মিডিয়ার প্রতি তার শ্রদ্ধা থাকলেও পাপারাজ্জিদের সঙ্গে তার সম্পর্ক ‘শূন্য’।

জয়া বচ্চন স্পষ্ট করেন যে, তিনি সাংবাদিকতা এবং পাপারাজ্জি সংস্কৃতিকে এক করে দেখেন না। তিনি বলেন, ‘মিডিয়ার সাথে আমার সম্পর্ক অসাধারণ। আমি মিডিয়া জগতেরই মানুষ, কারণ আমার বাবা (তরুণ ভাদুড়ী) একজন স্বনামধন্য সাংবাদিক ছিলেন। আমি খুব ভালো করে জানি মিডিয়া বা সাংবাদিক কাদের বলে। কিন্তু পাপারাজ্জিদের সাথে আমার সম্পর্ক শূন্য।’

পাপারাজ্জিদের আচরণ, পোশাক এবং কাজের ধরন নিয়ে বিরক্তি প্রকাশ করেন জয়া। তিনি প্রশ্ন তোলেন, ‘এরা কি মিডিয়া? তারা কি দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রশিক্ষিত?’

আলোকচিত্রীদের কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘নোংরা পোশাক পরে চলে আসে, হাতে থাকে চারটে ফোন। উদ্ভট সব প্রশ্ন করে এবং নানা ধরনের মন্তব্য ছুঁড়ে দেয়। এদের কোনোভাবেই সাংবাদিক বলা যায় না।’

জয়া বচ্চন মনে করেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সুযোগ থাকলেই কেউ সাংবাদিক হয়ে যায় না। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রল বা সমালোচনা হলেও তিনি তা নিয়ে চিন্তিত নন, কারণ তিনি এসব প্ল্যাটফর্মে সক্রিয় নন।