বিয়ের গুঞ্জনে রাশমিকার জবাব

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানার বিয়ে এবং বাগদান নিয়ে গত কয়েক মাস ধরেই ভারতীয় গণমাধ্যম এবং অনুরাগীদের মধ্যে চলছে ব্যাপক গুঞ্জন। তার হাতে একটি আংটি পরা ছবি এই জল্পনাকে আরও উসকে দেয়। যদিও এতদিন রাশমিকা বা তার কথিত প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে প্রথমবার কথা বললেন রাশমিকা।

Rashmika

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাশমিকার কাছে সরাসরি তার বাগদান ও বিয়ের বিষয়ে প্রশ্ন রাখা হয়। রাশমিকা বলেন, ‘বিয়ের গুঞ্জনে আমি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনটাই বলতে চাই না। যখন সময় হবে, সবাইকে জানানোর মতোই জানাব।’ অর্থাৎ, ব্যক্তিগত জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিনেত্রী এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।

Vijay- Rashmika৩

এর আগে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি বছরের অক্টোবরে হায়দেরাবাদে ঘনিষ্ঠ কিছু পরিবারের উপস্থিতিতে রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন হয়েছে। বিজয়ের টিমের একজন সদস্যও নাকি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিলেন।

Vijay- Rashmika

এদিকে আরও এক সূত্র জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের আয়োজন হচ্ছে ভারতের রাজস্থানের উদয়পুরে। প্রস্তুতিও নাকি শুরু হয়েছে দুই পক্ষের পরিবার থেকে।