২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কলম্বিয়ান পপগায়িকা শাকিরা ইসাবেল মেবারাক রিপোই। এই গানের মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন এই পপ তারকা। এবারের কোপা আমেরিকার ফাইনালে পারফর্ম করবেন শাকিরা।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের ঘোষণা অনুযায়ী আগামী ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা। এর আগে সুপার বোল এবং তিনটি বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক ইভেন্টে পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি।
রোববার (১৪ জুলাই) রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্যবিরতিতে গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
কনমেবল-এর সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গা বলেন, ‘শাকিরা দক্ষিণ আমেরিকার সেই তারকা, যিনি সারা দুনিয়াকে দুলিয়েছেন। এই গ্রহের প্রায় সব কোনায় তার গান গাওয়া হয়, তার গানের সঙ্গে নাচা হয়। তার গান রীতিমতো একটা বৈশ্বিক অভ্যাসে পরিণত হয়েছে যা সীমানা ছাড়িয়ে গেছে, পৌঁছে গেছে কোটি মানুষের কাছে।’
উল্লেখ্য ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়া।