আবারও বিচ্ছেদের পথে নিকোল কিডম্যান

ঘর ভাঙছে আস্কার জয়ী মার্কিন অভিনেত্রী, প্রযোজক ও গায়িকা নিকোল কিডম্যান এবং কিথ আরবানের, ১৯ বছর দাম্পত্য জীবনে ইতি ঘটছে। অভিনেত্রী নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

মার্কিন গণমাধ্যমের একটি সূত্র জানিয়েছে, নিকোল নাকি এই বিচ্ছেদ চান না ! তিনি দীর্ঘদিন ধরেই সম্পর্ক বাঁচানোর জন্য চেষ্টা করে আসছেন। ২০০৬ সালের জুন মাসে নিকোলা ও কিথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ১৭ এবং ১৪ বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে। তাদের একজনের নাম সানডে রোজ এবং ফেইথ মার্গারেট।

এর আগে হলিউড অভিনেতা টম ক্রুজকে বিয়ে করেছিলেন নিকোল কিডম্যান। তাদের সম্পর্ক টিকেছিল এক দশকেরও বেশি। ২০০১ সালে সেই দাম্পত্যের সম্পর্কে ইতি ঘটে। তারপর ২০০৬ সালে কিথ আরবানকে বিয়ে করেন নিকোল।

অভিনেত্রী নিকোল কিডম্যান বলেছেন, কিথের পরিবার দুঃসময়ে তাকে সমর্থন করেছেন। ২০২৪ সালের এপ্রিলে কিডম্যান সদ্য বিচ্ছেদ হওয়া স্বামীর পরিবারের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘আমি খুব ভাগ্যবান কারণ আমার সাথে কিথ আরবান আছেন। যে কেবল আমার ভালোবাসা। এই ভালোবাসা আমাকে যা করতে হবে তা করার ক্ষমতা দেয়। কারণ আমি জানি কোথায় ফিরে আসতে হবে।’

গেল ৫ জুন কিথ আরবানের ৫৭তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছিলেন। স্বামীর জন্মদিনে প্রকাশিত ছবিতে দেখা যায়, নিকোলকে কিথের কাঁধে হেলান দিয়ে থাকতে দেখা যায়। জন্মদিনের শুভেচ্ছা জানানোর চার মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিলেন নিকোল কিডম্যান।