বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী কিম কার্দাশিয়ান

হলিউডের মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান সম্প্রতি একটি বিরল ও বিপজ্জনক রোগে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। নিজের টিভি শো ‘দ্য কার্দাশিয়ানস’ এ কিম প্রকাশ করেছেন যে তিনি ব্রেন অ্যানিউরিজম রোগে ভুগছেন।

Kim Kardashian6

‘অ্যানিউরিজম’ এমন একটি স্বাস্থ্য সমস্যা, যা অজান্তেই শরীরে জন্ম নিতে পারে এবং কখনও কখনও আজীবন থেকে যায়। এটি রোগীর জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং উপসর্গ প্রকট হলে জীবন রক্ষা করা কঠিন হয়ে ওঠে।

Kim Kardashian5

শো-এর সপ্তম মৌসুমের প্রথম পর্ব ‘ফিলস লাইক দ্য ওল্ড ডেজ’ এ দেখা গেছে, ৪৫ বছর বয়সী কিম মস্তিষ্কের স্ক্যান করাচ্ছেন। স্ক্যানের ছবি মনিটরে দেখতে দেখতে তিনি জানান, ‘একটা ছোট অ্যানিউরিজম আছে।’ এ সময় তার বোন কোর্টনি কার্দাশিয়ান বার্কার বিস্ময়ে ভরা প্রতিক্রিয়া জানান।

Kim Kardashian4

ডাক্তারের সঙ্গে আলোচনার সময় কিম জানান, ‘তারা বলেছে, এটা হয়তো শুধু মানসিক চাপের কারণে হয়েছে।’ পরের দৃশ্যে কিম বলেন, ‘এই সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ।’ তবে তার বর্তমান শারীরিক অবস্থা বা অন্যান্য উপসর্গ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। কিমের প্রতিনিধি দলও গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

Kim Kardashian3

কিম কার্দাশিয়ান প্রথম আলোচনায় আসেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ এর মাধ্যমে। এরপর তিনি ফ্যাশন ও সৌন্দর্যপণ্য তৈরি করে প্রতিষ্ঠা করেন নিজস্ব ব্র্যান্ড। বর্তমানে তিনি মার্কিন বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও কোটিপতি উদ্যোক্তা।

Kim Kardashian

নতুন মৌসুমে ‘দ্য কার্দাশিয়ানস’ এ কিম, তার মা ক্রিস জেনার এবং বোনদের ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক সাফল্যের নানা দিক তুলে ধরা হচ্ছে।