নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা পলাশ 

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়েছে নোয়াখালী। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে তারা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে তুমুলভাবে আলোচিত হওয়া অভিনেতা কাবিলা ওরফে জিয়াউল হক পলাশ। অবশেষে সেই গুঞ্জন সত্য হলো। টুর্নামেন্টে সপ্তাহ তিনেক আগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পলাশের নাম প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এই অভিনেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস ফেসবুক পোস্টে লিখেছে, ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!

এদিকে খবরটি জানিয়ে সময়ের জনপ্রিয় অভিনেতা পলাশ বলেন, আমি যেমন সবসময় রক এন্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেস টিমও এবার তেমনই রক এন্ড রোল থাকবে।

ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ফলে পলাশকে পাওয়া যাবে আসন্ন বিপিএলের গ্যালারিতে। তিনি বলেন, খেলার মাঠের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীতে এনে আমাদের আঞ্চলিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেব।

পলাশ বলেন, নোয়াখালীর সাথে আমার নাড়ির টান। সেখানকার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আমি জনপ্রিয়তা পেয়েছি। সেই নোয়াখালী যদি আমার মাধ্যমে কিছুটা বিশ্বের দরবারে তুলে ধরা যায় এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। বিদেশি খেলোয়ারদেরকে নিয়ে যখন নোয়াখালীর কালচারের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হবে আমার জীবনের অন্যতম প্রাউড মোমেন্ট।

বিপিএলের এবারের খেলোয়াড় টানার ক্ষেত্রেও বেশ চমকই দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দলে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানের মতো তারকারা। বিদেশিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নবী, কুশল মেন্ডিস, জনসন চার্লসরা।

বিপিএলের ১২তম আসরের জন্য নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড

হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবী।

প্রধান কোচ : খালেদ মাহমুদ সুজন।