পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

ধর্মীয় স্থানে প্রার্থনার জন্য গিয়ে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হয়েছেন মালয়েশিয়ার মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। কুয়ালালামপুরের একটি মন্দিরে এক পুরোহিতের বিরুদ্ধে আশীর্বাদ করার নাম করে তাকে চরমভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন এই অভিনেত্রী।

লিশালিনি জানান, তিনি পূজা দেওয়ার উদ্দেশ্যে ওই মন্দিরে গিয়েছিলেন। সেখানে পবিত্র পানি ছিটানোর কথা বলে পুরোহিত তাকে দীর্ঘ সময় অপেক্ষা করান। এরপর তিনি যখন বের হচ্ছিলেন, তখন পুরোহিত তার গায়ে তীব্র ফুলের গন্ধযুক্ত এক ধরনের তরল ছিটিয়ে দেন। এরপর পুরোহিত তাকে তার পরনের পাঞ্জাবি-স্যুটটি খুলতে বলেন। অস্বস্তিবোধ করায় তিনি তা করতে রাজি হননি।

অভিনেত্রী অভিযোগ করেন, পোশাক খুলতে না চাওয়ায় পুরোহিত নিজেই জোরপূর্বক লিশালিনির ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে দেন এবং স্পর্শকাতর স্থানে হাত দেন। পুরোহিত বিষয়টিকে ‘আশীর্বাদের অংশ’ বলে দাবি করলেও লিশালিনি বুঝতে পারেন তিনি যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি জানান, ঘটনার মাত্রা এতই ভয়াবহ ছিল যে, তিনি তার পূর্ণাঙ্গ বিবরণ লিখতেও মানসিকভাবে অক্ষম বোধ করছেন।

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়লেও লিশালিনি কারানান বিষয়টি চেপে যাননি। তিনি মালয়েশিয়ার পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অভিযুক্ত পুরোহিতকে গ্রেপ্তারে অভিযান চলছে। ধর্মীয় উপাসনালয়ে এমন ন্যাক্কারজনক ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।