মঞ্চে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে বিশ্ববিখ্যাত মার্কিন র্যাপার ও সংগীতশিল্পী উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন রোমানিয়ার একটি আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে এবং দ্রুত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছর রোমানিয়ার কৃষ্ণ সাগর উপকূলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোস্টিনেস্টিতে আয়োজিত একটি সংগীত উৎসবে অংশ নিয়েছিলেন উইজ খলিফা। পারফর্ম করার সময় তিনি মঞ্চেই গাঁজা সেবন করেন, যা রোমানিয়ার আইনে দণ্ডনীয় অপরাধ। রোমানিয়ার তদন্তকারী কর্মকর্তাদের মতে, ওই সময় তার কাছে ১৮ গ্রামেরও বেশি গাঁজা ছিল। ঘটনার পরপরই পুলিশ তাকে কিছু সময়ের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
রোমানিয়ার আপিল আদালত এই রায়ে ৩,৬০০ রোমানিয়ান লেই জরিমানা এবং ৯ মাসের কারাদণ্ড বহাল রাখেন। আদালত তার পর্যবেক্ষণে জানায়, উইজ খলিফা বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। মঞ্চে অল্পবয়সী দর্শকদের সামনে তার মাদক সেবনের এই আচরণ অবৈধ কাজকে স্বাভাবিক করার ইঙ্গিত দেয়, যা সমাজে মাদকের প্রসার ঘটাতে পারে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করেছেন বিচারকরা।
রায় ঘোষণার সময় উইজ খলিফা আদালতে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৮ ডিসেম্বরও তাকে ক্যালিফোর্নিয়ায় পারফর্ম করতে দেখা গেছে। এর আগে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি দুঃখ প্রকাশ করে লিখেছিলেন, তিনি রোমানিয়াকে অপমান করতে চাননি এবং পরবর্তীতে কোনো ঝামেলা ছাড়াই সেখানে ফেরার আশা রাখেন।
রোমানিয়ার আদালত কারাদণ্ড দিলেও উইজ খলিফাকে বাস্তবে কারাগারে পাঠানো সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অপরাধবিদ ভ্লাদ জাহা বলেন, মাদক সংক্রান্ত ক্ষুদ্র অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাকে রোমানিয়ার কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করার সম্ভাবনা খুবই কম।
উইজ খলিফার প্রকৃত নাম ক্যামেরন জিব্রিল থমাজ। ‘সি ইউ অ্যাগেইন’ এবং ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’র মতো বিশ্বখ্যাত গানগুলোর মাধ্যমে তিনি সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।