দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম বর্তমানে শোবিজের থেকে খানিকটা দূরে থাকলেও, তার ফেসবুক পোস্টে আগের মতোই আলোড়ন সৃষ্টি করছেন। মডেলিং এবং নাটকের জগতের এই তারকা, যিনি সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে বিয়ের পর পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম পেজে একটি নতুন ছবি শেয়ার করেছেন, যা নেটিজেনদের মনে দারুণ ছাপ ফেলেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে শাহতাজ শেয়ার করেছেন থাইল্যান্ডের পাতায়া বিচে তোলা একগুচ্ছ ছবি। ছবিগুলোতে তাকে সাদা রঙের অফ-শোল্ডার গাউনে সৈকতে গোধূলি লগ্ন উপভোগ করতে দেখা যাচ্ছে। তার সাদা গাউনে যেমন তিনি মোহনীয় রূপে ধরা দিয়েছেন, তেমনি চুলে লাগানো বড় সাদা ফুল তার সৌন্দর্যে আরও আলাদা মাত্রা যোগ করেছে।
একটি ছবিতে, সৈকতের বালু তটে আলোকসজ্জিত রেস্টুরেন্টের পটভূমিতে দাঁড়িয়ে পোজ দিয়েছেন শাহতাজ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিনের সমাপ্তি টানার এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না।’
তার এই ছবিগুলো প্রকাশের পর ভক্তরা সরব হয়ে উঠেছেন মন্তব্যে। একজন অনুরাগী লিখেছেন, ‘হোয়াইট অ্যাঞ্জেল’, আরেকজন তাকে ‘গর্জিয়াস’ বলে প্রশংসা করেছেন। তার নান্দনিক সৌন্দর্য দেখে কেউ কেউ তাকে ‘সো প্রিটি গার্ল’ বলে অভিহিত করেছেন।
বহুদিন পর পর্দায় তার উপস্থিতি কম হলেও শাহতাজের এই নতুন লুকের মাধ্যমে ভক্তদের মনে পুরনো দিনের মুগ্ধতা ফিরে এসেছে। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ কাজ কমিয়ে দেওয়ার বিষয়টি কখনোই স্পষ্ট করে কিছু বলেননি শাহতাজ, তবে এখন সামাজিক মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে তার জীবন ভাগ করে নিয়ে থাকেন।