মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ মিশা সওদাগর

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপির বিশাল অংকে দল পেয়েও শেষ পর্যন্ত বাদ পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তির মুখে তার এই বাদ পড়াকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট ভক্তদের মাঝে বইছে সমালোচনার ঝড়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজ ইস্যুতে সরব হন এই খল অভিনেতা। তিনি বলেন, ‘মুস্তাফিজ আমাদের গর্বের প্রতীক। যারা খেলাধুলা ও সংস্কৃতির পথে রাজনীতির প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদের আমি ধিক্কার জানাই।’

ক্রিকেট অনুরাগী মিশা সওদাগর মুস্তাফিজের বিনয়ী স্বভাবের প্রশংসা করে বলেন, ‘মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। মাশরাফির পর বাংলাদেশে এত দীর্ঘ ও ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার খুব কম জনেরই আছে। এত বড় তারকা হওয়া সত্ত্বেও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই।’

ক্রীড়াঙ্গনে রাজনীতির অনুপ্রবেশকে ‘কুরুচিপূর্ণ’ উল্লেখ করে মিশা সওদাগর বলেন, ‘শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, যারা রাজনীতির উগ্রতাকে সংস্কৃতির ওপর চাপিয়ে দেয়, তারা মূলত নিচু রুচির পরিচয় দেয়। মুস্তাফিজের মতো বিশ্বমানের তারকাকে আটকানোর এই চেষ্টা শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।’