ফের একসঙ্গে আমির খান ও কিরণ রাও !

‘লগান’ ছবির শুটিং করতে গিয়ে বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে আলাপ হয় কিরণ রাও’র। এরপর বন্ধুুত্ব, প্রেম। অবশেষে শেষে প্রেম গড়ায় বিয়েতে। ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির খান।

কিন্তু হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে ২০২১ সালে দাম্পত্যের সম্পর্কের ইতি টানেন আমির খান ও কিরণ রাও। বিচ্ছেদের পর আবার পাশাপাশি বসে কথাও বলেছেন তারা। হাত মিলিয়েছেন। 'কফি উইথ করণ' শো তে তাদের একসঙ্গে অতিথি হয়ে আসতেও দেখা গেছে। তাদের দিয়েই শেষ হবে এ মৌসুমের ‘কফি উইথ করণ’। এ দুজনকে একসঙ্গে করার এ অসম্ভবকে সম্ভব করেছেন বলিউড পরিচালক করণ জোহর।

বিষয়টি নিয়ে এরইমধ্যে বলিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে এসব গুঞ্জনকে একদমই পাত্তা দেন না তারা। নেটিজনদের প্রশ্ন ফের এক ছাদের তলায় আসছেন তারা?।


 
এবারের 'কফি উইথ করণ'র ফিনালেতে একসঙ্গে আসতে চলেছেন আমির ও তার প্রাক্তন কিরণ। তাই এরই মধ্যে পর্বটি নিয়ে দর্শকদের বেশ আগ্রহ তৈরি হয়েছে। নেটিজেনরা দিন গুণতে শুরু করেছে আকর্ষণীয় এ পর্বটি দেখার জন্য।