নায়িকা মাহিয়ার কাছে ভোটের মাঠ ভালো আছে

ভোটের মাঠ এখন পর্যন্ত ভালো আছে বলে দাবি করেছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা দায়রা জজ ও অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আবু সাঈদের আদালতে হাজির হয়ে শুনানি শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মাহিয়া মাহি বলেন, আমি যেহেতু চলচ্চিত্র জগতের মানুষ তাই নির্বাচনী আচরণবিধি নিয়ে আমার মধ্যে কনফিউশন ছিল। আমি ভোটারদের সাথে দেখা করেছি, তাদের কাছে দোয়া চেয়েছি। এটাও যেহেতু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে তাই আদালতের কাছে আমার বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ করেছি। তাদের কাছে ক্ষমা চেয়েছি। আদালত আমাকে কঠোরভাবে সতর্ক করেছেন, যাতে পরে এমন না হয়।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে উল্লেখ করে মাহি বলেন, ভোটের মাঠ এখন পর্যন্ত ভালো আছে। প্রতীক বরাদ্দের পর সম্পূর্ণভাবে নির্বাচনের মাঠে নামবো। যদি মরে না যাই, বেঁচে থাকি, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো। এখন পর্যন্ত কেউ হুমকি দেয়নি। আমার কর্মীরাও বাধার সম্মুখীন হয়নি। এরকম কোনো কিছু হলে অবশ্যই জানাবো।