মঞ্চে নিয়মিত হবেন চঞ্চল চৌধুরী

‘রাঢ়াঙ’ নিয়ে আরণ্যক নাট্যদলের সঙ্গে ১০ বছর পর কলকাতার মঞ্চে পারফর্ম করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চার দিনে ছয়টি প্রদর্শনী হয়েছে ‘রাঢ়াঙ’। প্রতিটি প্রদর্শনীতেই দর্শকের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চের প্রতি মানুষের এই ভালোবাসায় মুগ্ধ চঞ্চল চৌধুরী। তাই সিদ্ধান্ত নিয়েছেন নতুন বছরে মঞ্চে আবারও নিয়মিত হবেন। প্রতি মাসে বা অন্তত দুই মাসে একবার হলেও মঞ্চে পারফর্ম করতে চান তিনি।

chanchal chwdhuri

কলকাতা থেকে চঞ্চল চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আরণ্যকের সঙ্গে দেশের বাইরে সফরে এসেছি। মঞ্চে কাজ কম করলেও কখনই বিচ্ছিন্ন হইনি। খুব ভালো লাগছে। প্রতিটি শো ছিল হাউসফুল। ৬০০, ৮০০ থেকে ১ হাজার লোক উপস্থিত ছিলো প্রতিটি প্রদর্শনীতে। দাঁড়িয়ে, বসে এমনকি অনেকে সিঁড়িতে বসেও আমাদের নাটক উপভোগ করেছেন। 

chanchal c

চঞ্চল আরও বলেন, গত বছর কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হওয়া’ সিনেমার প্রদর্শনীর সময় দেখেছিলাম টিকিটের জন্য রাস্তায় হাজার হাজার মানুষের লাইন। এবার মঞ্চনাটকের জন্য দেখলাম মানুষের বিশাল লাইন। এমন দৃশ্য মঞ্চের একজন শিল্পী হিসেবে আমাকে আপ্লুত করেছে। তাদের এই উচ্ছ্বাস দেখে ভীষণ অনুপ্রাণিত হলাম। মঞ্চের শক্তিটা নতুন করে বুঝতে পারলাম। তাই সিদ্ধান্ত নিয়েছি মঞ্চে নিয়মিত হওয়ার।

chanchal

চঞ্চল বলেন, আমি যে নাটকগুলোতে অভিনয় করি যেমন ‘রাঢ়াঙ’, ‘সংক্রান্তি’ বা ‘ময়ূর সিংহাসন’। সেই নাটকগুলোর শো এখন কম হয়। এখন যে নাটকগুলো হয় সেগুলোতে আমার পারফরম্যান্স নেই। তবে পুরোনো নাটকগুলো যখন হয় চেষ্টা করি দলে থাকার। অভিনয় নিয়ে ক্যামেরার সামনে নিয়মিত ব্যস্ততা তো আছেই, সামনেও থাকবে। এর মধ্যেই নতুন বছর থেকে মঞ্চে নিয়মিত অভিনয় করার পরিকল্পনা করছি।

ভারতে নাটকের প্রদর্শনী শেষে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন চঞ্চল চৌধুরী। আগামী ২ জানুয়ারি দেশে ফেরার কথা এই অভিনেতার।