বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নান্দনিক অভিনয় ও সুনিপুণ নৃত্যের জন্য তিনি দর্শকদের কাছে বেশি প্রিয়। শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও দেখা যাবে এ তারকাকে।
সম্প্রতি মাধুরী দীক্ষিত এবং তার স্বামী ডাক্তার শ্রীরাম নেনে একটি সাক্ষাৎকারে রাজনীতি সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন। রাজনীতিতে দেখা যাবে মাধুরীকে এমন প্রশ্ন করা হলে অনেকটা বিরক্তির সুরে তিনি জানান, রাজনীতিতে তার কোনো আগ্রহ নেই।
মাধুরী আরও জানান, যখনই নির্বাচনের সময় আসে, তখনই তাকে নিয়ে এ ধরনের গুজব ছড়ানো হয়। এ সাক্ষাৎকারেই মাধুরী দীক্ষিতের স্বামী ডাক্তার শ্রীরাম নেনে বলেন, ‘আমরা প্রত্যেককে সমর্থন করি, আমরা নিরপেক্ষ। কিন্তু কেউ ভালো কাজ করলে তাকে সমর্থন করা উচিত।’
মাধুরী আরও বলেন, আমি জানি, আমার রাজনীতিতে আসা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এগুলো গুজব। কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়ার ইচ্ছা নেই আমার। দয়া করে এই সকল ভিত্তিহীন জল্পনা ছড়াবেন না। সূত্র: ডিএনএ ইন্ডিয়া, এবিপি।