হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন বলিউডের জনপ্রিয় দুই তারকা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা ‘ফাইটার’। বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমা কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের কথা থাকলেও তা মুক্তি পায়নি। ভাষার মাস ফেব্রুয়ারিতে কোনো ভিনদেশি ভাষার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে না প্রদর্শনের অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনন্য মামুন জানিয়েছেন, ‘ফাইটার’ বাংলাদেশে তারা মুক্তি দেবেন না। কারণ, ভারতীয় প্রযোজক ৬ দিনের জন্য এতো বড় বাজেটের সিনেমা এখানে মুক্তি দেবেন না। তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভারতের চলচ্চিত্র ব্যবসায়ী বিশেষজ্ঞ ও পরিচালক গিরীশ জোহর এক্সে জানিয়েছেন, ‘ফাইটার’ আনুষ্ঠানিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছে।
শুধু সংযুক্ত আরব আমিরাতে পিজি-ফিফটিন ক্যাটাগরিতে ছবিটি মুক্তি পাবে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবের মতো দেশের সিনেমাপ্রেমীরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখার সুযোগ থাকছে না।