সংরক্ষিত নারী আসন

মনোনয়ন তুললেন একঝাঁক তারকা

সংসদ সদস্য হওয়ার দৌড়ে নেমেছেন দেশের একঝাঁক তারকা অভিনেত্রী। তবে তা সবই সংরক্ষিত নারী আসনে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢালিউডের একাধিক তারকা অভিনেত্রী। এ তালিকায় রয়েছেন- রোকেয়া প্রাচী, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, নিপুণ আক্তার, চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ আরও অনেকে।

পরিচালক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী মনোনয়ন ফরম কেনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনীর জন্য মনোনয়ন ফরম তুলেছি। নেত্রী যদি মনে করেন, আমাকে নারী আসনে এমপি বানাবেন। আমি দলের জন্য অনেক দিন ধরে কাজ করছি।

ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা কর মনোনয়ন ফরম সংগ্রহ করে বলেন, আমি টাঙ্গাইল থেকে মনোনয়ন ফরম কিনেছি। অনেক দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত আছি। বলতে পারেন বিশ্ববিদ্যালয়জীবন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলের জন্য কাজ করছি। দলের একটা পদেও রয়েছি। সুযোগ পেলে মানুষের জন্য কাজ করতে চাই।

মনোনয়ন ফরম কেনার পর অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তাঁর কথা অনুসারে কাজ করতে চাই।

এদিকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত  মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।