ঐশ্বরিয়াকে প্লাস্টিকের সঙ্গে তুলনা

বলিউডের অন্যতম অভিনেতা ইমরান হাসমি। ক্যারিয়ারে তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তিনি প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান ও শোতে অংশ নিয়ে থাকেন। বেশ কয়েক বছর আগে জোহরের ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে গিয়েছিলেন ইমরান হাসমি। সেই পর্বে আলোচনায় এক পর্যায়ে ইমরান ঐশ্বরিয়াকে প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন। 

তবে ঠিক কোন কারণে ঐশ্বরিয়াকে প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন সম্প্রতি সেই সমালোচনার জবাব দিলেন ইমরান নিজেই। তিনি বলেন, এ ধরনের মন্তব্য আমি সচেতনভাবে তখন করিনি। কোনও কিছু ভেবে বলিনি। সেই সময় যা মুখে আসে, সেটাই বলেছিলাম। কোনও কিছু ভেবে বলিনি। 

ইমরানের জীবনে এমনিতেই বিতর্কের অভাব নেই। অতীতে তো বিতর্ক কম হয়নি ইমরানকে নিয়ে! তবে সে সব নিয়ে কখনও তিনি লুকোছাপা করেননি। বিতর্কিত বিষয় হলেও খোলাখুলি কথা বলতে বরাবরই পছন্দ করেন এ অভিনেতা। 

যদিও বলিপাড়ার বহু তারকা করণ জোহরের এ শোতে এসে বেকায়দায় পড়েন। অসাবধানে অনেকেই কিছু বেফাঁস মন্তব্য করে বসেন। সূত্র: বলিউড লাইফ, ফাস্টপোস্ট