বলিউড কাঁপানো অভিনেত্রী মাধুরী দিক্ষিত এখনও ছোট পর্দায় বেশ সক্রিয়। গুটি গুটি পায়ে ৫৬ বছর পার করলেও রূপ-লাবণ্যে আলো ছড়াচ্ছেন এখনও। ৫৬ বছর বয়সেও তার রূপে এটকুও ভাটার টান নেই। কারো কারো দৃষ্টিতে তিনি আগের চেয়েও আরও বেশি নজরকাড়া সুন্দরী হয়েছেন।
সোমবার (১৮ মার্চ) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মাধুরী ভক্তরা তাঁর ব়্যাম্পে হাঁটার একটি ভিডিও শেয়ার করেছেন। সিকুইনড প্যান্ট-স্যুটে র্যাম্পে হেঁটে সমস্ত লাইমলাইট কেড়েছেন এই অভিনেত্রী। র্যাম্পে হাঁটার পর লাইভ মিউজিকের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে তাকে।
এক্সে শেয়ার করা সেই ভিডিওতে মাধুরীকে ব়্যাম্পে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। একজন ভক্ত লিখেছেন, তুমি আগুন মাধুরী, তুমি আগুন...
ব়্যাম্পে হাঁটার পর সাংবাদিকদের মাধুরী জানান, ‘গর্জিয়াস স্যুট’ নিজেকে সুন্দরী এবং আত্মবিশ্বাসী বোধ করছেন তিনি। পোশাকটি পরার পর নিজে অনেকটা আরামদায়ক এবং হালকা বোধ করছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।