মা হারালেন নায়িকা পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির মা মারা গেছেন। এ মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। রোববার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে পূজার মা ঝর্না মারা যান। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২ ’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরি। এই ঈদে মুক্তির অপেক্ষায় আছে পূজা অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।