ঈদে ফারুকীর সিনেমায় জেফারের অভিষেক

আসন্ন ঈদে জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ইউটিউবভিত্তিক সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার রহমানের। সংগীতশিল্পী হিসেবে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হলেও অভিনয়ে তিনি এবারই প্রথম। এই ঈদে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে জেফার-চঞ্চল অভিনীত ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ সিনেমাটি।

গত শনিবার সিনেমার একটি লোগো পোস্টার উন্মোচন করে মুক্তির বিষয়ে আভাস দেওয়া হলেও পরিষ্কার করা হয়নি দিন-তারিখ। তবে সেটা জানিয়ে দিলেন চঞ্চল চৌধুরী। তিনি জানালেন, ঈদুল ফিতরেই আসছে সিনেমাটি।

এ প্রসঙ্গে গায়িকা জেফার বলেন, সংগীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। দর্শকের বেশ প্রশংসা পেয়েছি কাজটি দিয়ে। ‘মনোগামী’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনেত্রী হিসেবেপর্দায় হাজির হবো। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের,একই সঙ্গে চ্যালেঞ্জের। মোস্তফা সরয়ার ফারুকীর মতো একজনগুণী নির্মাতার সিনেমায় অভিনয় এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের; একই সঙ্গেরোমাঞ্চকর। ঈদে সিনেমা নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। চেষ্টা করেছি ভালো কিছু করতে। আশা করছি কাজটি দর্শকের পছন্দ হবে।

ভিন্নধর্মী শপথ গ্রহণের মাধ্যমে গত বছরের আগস্টে এক জমকালো অনুষ্ঠানে ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্টের ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। যেখানে ১২ জন মেধাবী নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানানোর কথা জানানো হয়। 

এর আগে ওটিটিতে  মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটো বায়োগ্রাফি’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেতে যাচ্ছে ‘মনোগামী’।