চলতি বছর ‘লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার’ পেতে যাচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। আর এর মাধ্যমে তার মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন পালক। গেল বছর প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২৪ এপ্রিল লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটার এবং সংগীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে অমিতাভ এই পুরস্কার পেতে যাচ্ছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিষয়টি জানিয়েছে মঙ্গেশকর পরিবার।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অমিতাভ বচ্চন ছাড়াও ভারতীয় সংগীতে অবদানের জন্য এ বছর সংগীতশিল্পী এআর রহমান এই পুরস্কার পাবেন। একই সঙ্গে প্রবীণ অভিনেতা অশোক সরফ এবং পদ্মিনী কোলাপুরি সিনেমায় তাদের অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত হবেন।