মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী অভিনেতা

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় তারকা কুণাল করণ কাপুর। অভিনেতা বর্তমানে ‘উদারিয়াঁ’ ধারাবাহিকে কাজ করছেন। জানা গেছে, শুটিং সেটেই অভিনেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ভারতের চণ্ডীগড়ে। অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে পড়ে যান তিনি। যার ফলে মেরুদণ্ডে একাধিক আঘাত লেগেছে। 

এক সাক্ষাৎকারে, কুণাল প্রকাশ করেছেন যে তিনি ভয়ানক যন্ত্রণায় ভুগছেন। তার সহ-অভিনেতা অনুরাগ চাহালও আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে চণ্ডীগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতের কারণে একমাস তাঁর শুটিং বন্ধ। এই পরিস্থিতি নিয়ে খুবই হতাশ অভিনেতা।

কুণাল বলেন, বীভৎস যন্ত্রণায় আছি। আমাকে চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা আমাকে পুরো বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। মেরুদণ্ডে একাধিক ফ্র্যাকচার হয়েছে। বর্তমানে অনেক ওষুধ খেতে হচ্ছে। কবে আবার শুটিং শুরু করব তা আমার জানা নেই। 

কুণাল আরও বলেন, সম্ভবত এক মাস শুটিং করতে পারব না। মুম্বাইতে ফিরে আসার এবং শীঘ্রই সুস্থ হওয়ার আশা করছি। সূত্র: টাইমস নাউ, জি নিউজ।