জিতু কমলের সঙ্গে গোয়েন্দা সিনেমায় মিথিলা

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা এবার জুটি বাঁধছেন কলকাতার অভিনেতা জিতু কমলের সঙ্গে। এই দুজন প্রথমবারের মত আসছেন গোয়েন্দা গল্পভিত্তিক ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমায়। সিনেমার টিজার এসেছে সোশাল মিডিয়ায়।

পরিচালক দুলাল দে জানিয়েছেন, গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ড ঘিরে, গোয়েন্দা হয়েছেন জিতু। আর মিথিলাকে সিনেমায় দেখা যাবে নার্সের চরিত্রে।

সিনেমায় মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। গত বছর কলকাতায় মুক্তি মিথিলা অভিনীত ‘মায়া’।

এই সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হয় বাংলাদেশি এই মডেল-অভিনেত্রীর। কলকাতায় তার দ্বিতীয় সিনেমা ‘ও অভাগী’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে। আগামী জুলাইয়ে ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ আসতে পারে প্রেক্ষাগৃহে।