বলিউড অভিনেতা রণবীর সিং গত ২ বছর ধরে সিনেমা জগতের একবারেই বাহিরে রয়েছেন। বড় পর্দায় তাঁকে শেষ দেখা গেছে ২০২৩ সালে। করন জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কাহিনী’ সিনেমায়। তারপর আর কোনো ছবি মুক্তি পায়নি রণবীরের! জানা গেছে, গত ২ বছর ধরে কাজ রেখে নাকি শরীরের ওজন বাড়াতে ব্যস্ত সময় পার করছেন বলিউড এই তারকা।
সাম্প্রতিক মুম্বাইয়ের আলিবাগের একটি ক্যাফে লেখিকা শোভা দে’র সাথে সাক্ষাৎ হয় রণবীরের। শোভাকে তখন রণবীর জানান, তিনি প্রথম সন্তান আসার আগে ওজন বাড়াতে চান। তাও সেটা ১৫ কেজি। তবে সেটা সন্তান আসার জন্য নয়, ওজন বাড়ানোর আসল কারণ হল তাঁর আগামী সিনেমা।
ইনস্টাগ্রামে রণবীরের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে শোভা লিখেছেন, আলিবাগে আমাদের প্রিয় ক্যাফেতে অপ্রত্যাশিতভাবে মুখোমুখি। সেলফি কিং রণবীর বাবার দায়িত্ব নেওয়ার আগে খুব প্রয়োজনীয় মি টাইম উপভোগ করছেন। উনি শিগগিরই নিজের পরবর্তী ছবি শুরু করবেন। তবে রণবীর তিনি এখন নিজেকে কার্বোহাইড্রেটের দিকেই মনোনিবেশ করছেন। তার সিনেমার আগে তাঁকে ১৫ কেজি ওজন বাড়াতে হবে। সূত্র: বলিউড হাঙ্গামা